৮ হাজার টাকায় মিলবে লর্ডসের এক টুকরো ঘাস
ক্রিকেটের সব ধরনের সরঞ্জামই কিনতে পাওয়া যায়। টাকা হলে ব্যাট, বল, প্যাড, স্টাম্প, গ্লাভস থেকে হেলমেট- সবই পাওয়া যায় মার্কেটে। কিন্তু ক্রিকেট মাঠের ঘাস কি কেনা সম্ভব?
বিভিন্ন কারণেই ভক্ত এবং ক্রিকেটারদের কাছে লর্ডস ক্রিকেট গ্রাউন্ড পরম আরাধ্য। এবার ঐতিহাসিক এই ভেন্যুর ঘাস কেনার সুযোগ পাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। ১.২ মিটার বাই ০.৬ মিটার আকৃতির এক টুকরা ঘাসের জন্য গুনতে হবে ৫০ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৮ হাজার টাকার একটু বেশি।